আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তর

...
মোঃ বেলাল হোসেন
( সংক্ষিপ্ত প্রোফাইল )
পরিচালক (ভারপ্রাপ্ত)
আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তর

Email Address:director.rcmd.nu@gmail.com        Office Image Gallery

আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের কার্যাবলীঃ

০১। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সার্বিক কর্মকান্ড বিভাগওয়ারী নিবিড়ভাবে পর্যবেক্ষন করার ক্ষেত্রে আঞ্চলিক কার্যালয় সমূহকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়।

০২। আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনসহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের সাথে আঞ্চলিক কেন্দ্রসমূহের যোগগাযোগ রক্ষাসহ সার্বিক অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদন করে।

০৩। ছয় (০৬)টি বিভাগীয় শহরে স্থায়ী আঞ্চলিক ক্যাম্পাস স্থাপনের লক্ষ্যে ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের কাজে অত্র দপ্তর প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে।

০৪। বর্তমানে বিভাগীয় শহরে (চট্টগ্রাম, রংপুর ও বরিশাল) আঞ্চলে স্থায়ী আঞ্চলিক কার্যালয় নির্মানের জন্য অত্র দপ্তর প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে আসছে।

০৫। ১৭.১০.২০১৭ তারিখে একনেক সভায় ৯.২ এর (খ) সিদ্ধান্ত অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আঞ্চল ভিত্তিক আঞ্চলিক কেন্দ্র স্থাপনের লক্ষ্যে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের নির্দেশনা মোতাবেক ও সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে প্রাথমিক পর্যায়ে অঞ্চলভিত্তিক ছয় (০৬)টি অঞ্চল বিবেচনা করে যথাক্রমে গোপালগঞ্জ, হবিগঞ্জ, নাটোর, ঝিনাইদহ, মায়মনসিংহ ও কুমিল্লায় আঞ্চলিক কেন্দ্র নির্মানের জন্য ডিপিপি প্রনয়নে অত্র দপ্তর সহযোগিতা প্রদান করে।

০৬। বিশ্ববিদ্যালয়ের চলমান আঞ্চলিক অফিস সমূহের বাড়ীভাড়া চুক্তি সম্পন্ন করা, ভাড়া বৃদ্ধি করা ও চুক্তি নবায়ন অত্র দপ্তর সম্পাদান করে থাকে।

০৭। তাছাড়া প্রশাসনের নির্দেশনা মোতাবেক জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ মিটিং এ আঞ্চলিক কেন্দ্রে পরিচালকগনকে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য অত্র দপ্তর থেকে পত্র জারী করা হয় এবং তাদের আঞ্চলিক কার্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়ার জন্য বিধি মোতাবেক টি.এ/ডি.এ এর জন্য ভাইস-চ্যান্সেলর মহোদয় কর্তৃক ফাইল অনুমোদন এ দপ্তর কর্তৃক সম্পাদন করা হয়।

০৮। ...

০৯। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক, পরীক্ষা সংক্রান্ত কাজের জন্য মডারেশন ও কলেজ সমূহের অন্যান্য কাজের জন্য বিশ্ববিদ্যালয়ে আগত শিক্ষদের অবস্থান ও রাত্রি যাপনের এর জন্য এ দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারী ডরমিটরীতে কর্তব্যরত কর্মকর্তা-কমচারীকে সার্বিক সহযোগিতা প্রদান করে থাকে।

১০। সকল আঞ্চলিক কেন্দ্র থেকে কর্মচারীদের মাসিক হাজিরা প্রতিবেদন সংগ্রহ ও অগ্রায়ন পত্রের মাধ্যমে অর্থ ও হিসাব দপ্তরে প্রেরণ করা হয়।

১১। তাছাড়া অন্যান্য কাজসমূহের ফাইল উপস্থাপনসহ প্রশাসনিক প্রাথমিক কাজগুলি এ দপ্তরের মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে।



SL Name Designation Phone / Email

আঞ্চলিক কেন্দ্রসমূহ

চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র
মোঃ মমিনুল ইসলাম পরিচালক ০১৭১৩০১৮৭৭৮, ০১৮৫৬০৮২৮৭৮, E-mail: nuctg.r.c@gmail.com
রাজশাহী আঞ্চলিক কেন্দ্র
মোহাম্মদ তৌহিদুজ্জামান পরিচালক ( ভারপ্রাপ্ত ) Phone:০১৭৩২৯৫০৯৫০, Email: nurajrc@gmail.com
খুলনা আঞ্চলিক কেন্দ্র
মোহাম্মদ ইকবাল হোসেন পরিচালক (ভারপ্রাপ্ত) ০১৭৩০৭৯৫৮৯১, ০২-৪৭৭৭২৬৫৪৮, E-mail: khulna.rc@nu.ac.bd
সিলেট আঞ্চলিক কেন্দ্র
মোঃ আবু হোরায়রা পরিচালক ( ভারপ্রাপ্ত ) .... , E-mail: nusybd@gmail.com
বরিশাল আঞ্চলিক কেন্দ্র
মোঃ রইসুল আনাম পরিচালক (ভারপ্রাপ্ত) ০১৭৯৯৯২৬৭৭৭, E-mail: director.rcbarisal@gmail.com
রংপুর আঞ্চলিক কেন্দ্র
এস এম তাহমিদুর রহমান পরিচালক (ভারপ্রাপ্ত) ..., E-mail: ...

আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তর >>
SL. Picture Name Designation Phone Email Profile
1 মোহাম্মদ বেলাল হোসেন পরিচালক (ভারপ্রাপ্ত) 93০১৭১১৪৪২৮৫২ director.rcmd.nu@gmail.com View
2 মোঃ আনোয়ার হোসেন সহকারী পরিচালক2015০১৭১১৯০৯৮৮০ anwarhossain.nu.edu@gmail.com View
3 আবুল কাশেম সেকশন অফিসার 2122০১৭৩৯৭৬৫৬২৯ akashem.amc@gmail.com View
4 সানজিদা আক্তার প্রশাসনিক কর্মকর্তা 2064০১৭২৭১৬৮৯৫৫ sanzida.akter.sanju@gmail.com View
5 মোঃ বদরুল হাসান ডাটা এন্ট্রি অপারেটর1962০১৭১৬০৮৩৩৯৭ badrulkhan.nu.bd @gmail.com View
6 মোঃ আল-আমিন অফিস সহায়ক 2580০১৭৪৪৪৮২০৬১ ... View
7 পুতুল রানী দাসঅফিস সহায়ক 2193০১৬৭৭৪২২০৮৪ ... View